এম.এ আজিজ রাসেল::
৩৪ বছর পর মাঠে গড়ালো জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার বিকাল ৪টায় জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উৎসবমুখর পরিবেশে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে শক্তিশালী পেকুয়া উপজেলা ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে শিরোপা প্রত্যাশি স্বাগতিক কক্সবাজার সদর উপজেলা ফুটবল দল। উপভোগ্য ম্যাচের শেষক্ষণে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোলটি করেন সদর উপজেলার বিদেশি রিক্রুট ২৩ নম্বর জার্সিধারী স্ট্রাইকার বেন্ড। দ্ইু দলের প্রথমার্ধের খেলা গোল শূন্য শেষ হয়।
এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন হয়। পরে শান্তির পায়রা কবুতর ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ আশরাফ উদ্দিন।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর পুরো পরিবার ছিলেন ক্রীড়া বান্ধব। বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লে সেটি ফুটে উঠে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ক্রীড়া প্রিয় মানুষ। ইতোমধ্যে দেশ-বিদেশে কক্সবাজারের ছেলে-মেয়েরা সুনামের সাথে প্রতিনিধিত্ব করছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে কক্সবাজার শুধু পর্যটন শহর নয়, ক্রীড়া নগরীতেও পরিণত হবে।
জেলা প্রশাসক মো. মামুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান, বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন।
ডিএসএ সদস্য পরেশ কান্তি দের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) টুর্নামেন্ট কমিটির আহবায়ক জাহিদ ইকবাল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বিভীষণ কান্তি দাশ, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার এম.ডি আবু হেনা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ডিএফএ সভাপতি ফজলুল করিম সাঈদী, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, টুর্নামেন্টের সদস্য সচিব ফুটবল সম্পাদক রাশেদ হোসাইন নান্নু, জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আবছার উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ জসিম উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়–য়া অপু, যুগ্ন-সম্পাদক হেলাল উদ্দিন কবির ও শাহিনুল হক মার্শাল, নির্বাহী সদস্য প্রভাষক জসিম উদ্দিন, এম জাহেদ উল্লাহ, ওমর ফারুক ফরহাদ, এম.আর মাহবুব, রতন দাশ, আজমল হুদা, আলী রেজা তসলীম, নাছির উদ্দিন প্রমূখ।
অনুষ্ঠানে ৮ উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।