রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

জি২০ শীর্ষ সম্মেলনে নিরলস পরিশ্রম করা ৪৫০ পুলিশকর্মীর সঙ্গে নৈশভোজের পরিকল্পনা প্রধানমন্ত্রীর

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
জি২০ শীর্ষ সম্মেলনে নিরলস পরিশ্রম করা ৪৫০ পুলিশকর্মীর সঙ্গে নৈশভোজের পরিকল্পনা প্রধানমন্ত্রীর


নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর – সদ্য সমাপ্ত জি-২০ সম্মেলনে বিশ্বনেতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিরলস কাজ করেছেন ভারতীয় পুলিশ বাহিনী। তাদের সেই পরিশ্রমের স্বীকৃতি দিতে দিল্লি পুলিশের বিভিন্ন স্তরের সদস্যদের নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী সচিবালয় সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, এ সপ্তাহে দিল্লি পুলিশের প্রায় ৪৫০ জন সদস্যের সঙ্গে নৈশভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী মোদি। জি-২০ সম্মেলন স্থল ভারত মণ্ডপমে ওই নৈশভোজের আয়োজন করা হবে।

খবরে বলা হয়, সরকার প্রধানের সঙ্গে নৈশভোজে অংশ নিতে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে দিল্লি পুলিশ।

এদিকে ওই নৈশভোজে কারা উপস্থিত থাকবেন সে জন্য তালিকা তৈরির কাজ চলছে। দিল্লির পুলিশ কমিশনার সঞ্জয় আরোরা পুলিশ সদস্যদের তালিকা চেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে।

অপরদিকে সফলভাবে বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন আয়োজন করেছে ভারত। দেশটির রাজধানী নয়াদিল্লিতে গত ৯-১০ সেপ্টেম্বরএ সম্মেলন অনুষ্ঠিত হয়। দুদিনব্যাপী জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে বিশ্বের বিভিন্ন দেশের নেতা ও রাষ্ট্রপ্রধানরা নয়াদিল্লিতে গিয়েছিলেন।

দিল্লিতে জি-২০ শীর্ষ সম্মেলনে গৃহীত ‘দিল্লি ঘোষণাপত্র’কে ভারতের কূটনৈতিক বিজয় এবং ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব হিসাবে দেখা হচ্ছে। তবে সম্মেলনের কয়েকদিন আগেও এ ঘোষণাপত্র নিয়ে শঙ্কা ছিল। ইন্দোনেশিয়ার বালিতে আগের সম্মেলনে রাশিয়ার বিষয়ে যে কঠোর ভাষা প্রয়োগ করা হয়েছিল এবারও যদি তার ধারাবাহিকতা না থাকে তবে বেঁকে বসতে পারে পশ্চিমারা, একদিকে ছিল এমন শঙ্কা। অন্যদিকে ওই ধরনের ভাষা ব্যবহার করলে বেঁকে বসবে রাশিয়া।

ভারত ইউক্রেন যুদ্ধের অত্যন্ত জটিল ইস্যু পাশে রেখেই একটি যৌথ বিবৃতি জারি করতে সক্ষম হয়েছে, যা ইউক্রেন ব্যতীত সব পক্ষ স্বাগত জানিয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ১৪ সেপ্টেম্বর ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::জি২০ শীর্ষ সম্মেলনে নিরলস পরিশ্রম করা ৪৫০ পুলিশকর্মীর সঙ্গে নৈশভোজের পরিকল্পনা প্রধানমন্ত্রীর first appeared on DesheBideshe.



আরো খবর: