ঢাকা, ২১ আগস্ট – জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে ক্যাপ্টেন সাব্বির আহমেদ খানকে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (২১ আগস্ট) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই সঙ্গে সাব্বির আহমেদ খানের চাকরি জাতীয় সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
এ ছাড়া এতদিন জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মসের দায়িত্ব চালিয়ে আসা কমডোর মিয়া মোহাম্মদ নাঈম রহমানকে নৌবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
উল্লেখ্য, সার্জেন্ট অ্যাট আমর্সের হাতে সংসদ সচিবালয়ের সার্বিক নিরাপত্তার দায়িত্ব থাকে।
সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২১ আগস্ট ২০২৩