শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ড নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মেজর জিয়াউল আলিয়ার বিপরীতে ছবি করার প্রস্তাবে ‘না’ বলে দিলেন শাহরুখ, কিন্তু কেন? লস অ্যাঞ্জেলেসে প্যারিসের চেয়েও বড় এলাকা পুড়ে গেছে দাবানলে বছরের মাঝামাঝি সময়ে নির্বাচন চায় বিএনপি ফেব্রুয়ারির মধ্যেই ডাকসু নির্বাচনের পরিকল্পনা প্রশাসনের ফিলিস্তিনিদের রক্তপিপাসু সেই হলিউড অভিনেতার বাড়ি দাবানলে পুড়ে ছাই অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ এসআইদের আমরণ অনশন চলছে পুতিনের সঙ্গে ‘খুব দ্রুত’ দেখা করবেন ট্রাম্প দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনের বেতন বৃদ্ধি আজমীর শরীফে নামাজ পড়তে গিয়ে ভয়াবহ পরিস্থিতিতে শাহরুখ!
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৩১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ছয় মাস আগে অনেক ভালো ছিলাম

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪


ঢাকা, ২৯ নভেম্বর – ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। যিনি মনিরা মিঠু নামেই বেশি পরিচিত। দুই দশক ধরে অভিনয় করছেন। যখন যে চরিত্রই করেন না কেন সেখানেই নিজেকে মানিয়ে নেন এই অভিনেত্রী। যার জন্য প্রতিনিয়ত ভক্ত-দর্শকের ভালোবাসাও কুড়ান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মনিরা মিঠু বলেন, ‘এই তো ঈদের কাজগুলো তো শুরু হয়ে গেছে আর আমরা খুব খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম। নাটকের পাশাপাশি আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন ক্ষতি পুষিয়ে আমার যে যার মতো কাজে ঝাপিয়ে পরেছি।’

তিনি বলেন, ‘বাজেট না পেলে কাজের মান ঠিক থাকে না, বাজেট আসলে মুখ্য বিষয়। ১০ বছর আগে আমি যেমন ছিলাম এখনও তেমন আছি এটা অবিশ্বাস্য।’

দিন যত যাচ্ছে আমরা বুড়ো হচ্ছি উল্লেখ করে অভিনেত্রী বলেন, ‘আমার তো মনে হয় ৬ মাস আগে অনেক ভালো ছিলাম এই ৬ মাস পরে নিজের ছবি দেখে তুলনা করি আসলে দিন যত যাচ্ছে আমরা বুড়ো হচ্ছি, এটা খোদা প্রদত্ত নিয়ম।’

মনিরা মিঠুর কথায়, ‘আমরা যারা পার্শ্ব চরিত্রে অভিনয় করি তারা যোদ্ধা, আমরা খুবি কষ্ট করে কাজ করছি। কারণ আমাদের পারিশ্রমিক যদি সামান্য একটু বাড়ানো হয়। আমার নিজের কথা না আমার যারা সহশিল্পী আছেন তাদের ক্ষেত্রেও বলছি।’

এরপর বলেন, ‘অনেকেরই মনিরা মিঠুকে এফোর্ট করাটা কষ্টকর হয়ে যায়, মিনি মাইজ করে কাজ করতে হয়। ডিরেক্টর বিশেষে সিনেমার বাজেট বেশি হয়, সেটা ডিরেক্টরের যোগ্যতা। সেই যোগ্যতায় তার বাজেট বেশি তিনি নাটক করেন ওটিটি করেন সিনেমা করেন যোগ্যতা গুণে বাজেট পেয়ে থাকেন।’

আইএ/ ২৯ নভেম্বর ২০২৪



আরো খবর: