শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ছাত্রদলের দুই নেতাকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩


ঢাকা, ২২ ডিসেম্বর – ছাত্রদলের দুই নেতাকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার (২২ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ অভিযোগ করেন।

তিনি বলেন, ছাত্রদলের সাবেক সহ সভাপতি ইখতিয়ার কবির এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা কামাল রিকুকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাতে শনির আখড়ার একটি বাসা থেকে সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, কবির এবং রিকুকে এভাবে তুলে নিয়ে যাওয়া এবং তাদের খোঁজ না দেওয়া অমানবিকতা। তাদেরকে এভাবে গুম করে রাখা নির্মম মনুষ্যত্বহীনতা এবং ভয়ানক অশুভ সঙ্কেত।

এ সময় অবিলম্বে কবির এবং রিকুকে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দেওয়ার জোর আহ্বানা জানান তিনি।

সূত্র: আরটিভি নিউজ
আইএ/ ২২ ডিসেম্বর ২০২৩


আরো খবর: