বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চাঁপাইনবাবগঞ্জে পণ্যবোঝাই ট্রাকে পেট্রোলবোমা নিক্ষেপ

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩


চাঁপাইনবাবগঞ্জ, ১৮ ডিসেম্বর – চাঁপাইনবাবগঞ্জে সোনামসজিদ স্থলবন্দরের কয়লাবাড়ি-মুসলিমপুর এলাকায় দাঁড়িয়ে থাকা পণ্যবাহী একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, সোনামসজিদ স্থলবন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাচ্ছিল চিনাবাদাম বোঝাই একটি ট্রাক। এসময় কয়লাবাড়ি-মুসলিমপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। পরে চালক ও সহকারীর চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ট্রাকটির ইঞ্জিনের ক্ষতি হয়েছে। তবে ট্রাকের মালামালের কোনো ক্ষতি হয়নি। সামান্য আহত হয়েছেন চালক মেহেদী।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পণ্যবোঝাই একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপের চেষ্টা হয়েছে। এতে কয়েকটি বস্তার ক্ষতি হয়েছে।

সূত্র: ঢাকাটাইমস
আইএ/ ১৮ ডিসেম্বর ২০২৩


আরো খবর: