চাঁপাইনবাবগঞ্জ, ৩১ অক্টোবর – চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা। বুধবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জর ভোলাহাটে উপজেলার ছোট জামবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার দর্গাপুর কামারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আলমগীর (২৫) ও ইয়াকুব (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দীন। আফাজ উদ্দীন জানান, রাত সাড়ে ৯টার দিকে বড়গাছী-রহনপুর সড়ক দিয়ে ভ্যানযোগে একটি পরিবারের নারী-পুরুষ বাজার থেকে বাড়ী ফিরছিলেন।
এসময় ভ্যানটি খাতানের বিলে পৌঁছালে ডাকাত দলের সদস্যরা গতিরোধ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তাদের চিৎকারে পথচারীসহ সাধারণ মানুষ ডাকাত সদস্যদের ধাওয়া করে। প্রায় এক কিলোমিটার দৌড়ে পালানোর পর ছোট জামবাড়িয়া এলাকার একটি গাছে উঠে সহোদর দুই ভাই আলমগীর ও ইয়াকুব। পরে তাদের গাছ থেকে টেনে পিটিয়ে হত্যা করা হয়।
তিনি আরও জানান, উত্তেজিত কয়েক হাজার জনতা পিটিয়ে মেরেছে।