সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চট্টগ্রামে ৫০ হাজার ইয়াবাসহ টেকনাফের ট্রাকচালক গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন ওমর আলী মার্কেট এলাকা থেকে ৫০ হাজার ইয়াবাসহ মো. কালু (৪৬) নামের এক ট্রাক চালককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ জুলাই) দিনগত রাত ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পাশাপাশি ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতার কালু কক্সবাজার জেলার টেকনাফ থানা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর ও পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন বলেন, কোতোয়ালি থানাধীন ওমর আলী মার্কেট এলাকায় ইয়াবার চালান এসেছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই মার্কেটের সামনে থেকে ৫০ হাজার ইয়াবাসহ মো. কালু নামের এক ট্রাকচালককে গ্রেফতার করা হয়। ট্রাকটিতে কোনো পণ্য ছিল না। ইয়াবা বহনের জন্য ট্রাকটি ব্যবহার করা হচ্ছিল। ট্রাকটি জব্দ করা হয়েছে।

উপ-কমিশনার বলেন, ইয়াবাগুলো কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন মাধ্যমে কম দামে কিনে বেশি দামে বিক্রির জন্য চট্টগ্রামে আনা হয়েছিল। এ ঘটনায় কোতোয়ালি থানায় মাদক আইনে মামলা হয়েছে বলে জানান তিনি।


আরো খবর: