চট্টগ্রাম, ০৭ নভেম্বর – চট্টগ্রামের হাটহাজারীতে বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সাত জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও তিনজন।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে হাটহাজারী উপজেলার চারিয়া ইজতেমার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের টিম লিডার সাদেক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চারিয়া ইজতেমার মাঠ এলাকায় ত্রিমুখী সংঘর্ষে ৭ জন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় জানা যায়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।
সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৭ নভেম্বর ২০২৩