বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:১১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু


চট্টগ্রাম, ০৬ অক্টোবর – পৃথক দুর্ঘটনায় চট্টগ্রামের সীতাকুণ্ড ও মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবক-যুবতীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় সীতাকুণ্ডের শুকলালহাট ও মীরসরাইয়ের মস্তাননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস বাড়বকুণ্ড শুকলালহাট এলাকা অতিক্রম করার সময় অজ্ঞাতপরিচয় এক তরুণী (২২) ট্রেনে কাটা পড়েন। পরে সেখান থেকে তাকে মৃত উদ্ধার করা হয়।

একইদিন বিকেল সাড়ে ৫টার দিকে মীরসরাইয়ের মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যান এক যুবক (২৩)। খবর পেয়ে সীতাকুণ্ড জিআরপি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ফারুক হোসেন বলেন, সীতাকুণ্ডের শুকলালহাট এলাকায় রেলে কাটা পড়ে এক যুবতী এবং মীরসরাইয়ের মস্তাননগরে এক যুবকের মৃত্যু হয়। পরে খবর পেয়ে আমরা দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। তাদের নামপরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। এই ঘটনায় চট্টগ্রাম রেলওয়ে থানায় দুটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ০৬ অক্টোবর ২০২৪

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু first appeared on DesheBideshe.



আরো খবর: