বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকোরিয়ায় বন্যাদুর্গত জনপদ পরিদর্শন ও ত্রাণ বিতরণে প্রতিমন্ত্রী ডাঃ এনামুর রহমান

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

এম জিয়াবুল হক, চকরিয়া ::

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: মো: এনামুর রহমান এমপি বলেছেন, অবিরাম ভারী বৃষ্টিপাত ও মাতামুহুরী নদীতে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া উপজেলার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাস্তাঘাট বেড়িবাঁধের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। পরিদর্শনে আমরা তা পেয়েছি। এই অবস্থায় চকরিয়া উপজেলার জনগণের স্বাভাবিক জীবন নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবধরনের ব্যবস্থা নেবেন। তিনি বলেন, বন্যাদুর্গত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সবসময় খোলা। বর্তমান সরকার দেশবাসীর ভাগ্য উন্নয়নে কাজ করছে।
গতকাল শুক্রবার (১১ আগস্ট) সকালে কক্সবাজারের চকরিয়া উপজেলার বন্যা কবলিত বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এনামুর রহমান উপজেলার কোনাখালী ও কাকারা ইউনিয়নে দুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান এর সভাপতিত্বে চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে কক্সবাজার ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে চকরিয়া উপজেলার বন্যাদুর্গত মানুষের জন্য একমাসের ভিজিএফ চাউল বিতরণের অনুরোধ করেন। এসময় প্রতিমন্ত্রী এনামুর রহমান ঘোষণা দেন চকরিয়া উপজেলার বন্যা কবলিত ৭০ হাজার পরিবারের জন্য ভিজিএফ চাউল বরাদ্দ দেবে মন্ত্রণালয়।

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান বলেন, ভয়াবহ বন্যার তাণ্ডবে চকরিয়া উপজেলার ক্ষতিগ্রস্ত সব সড়ক ও বেড়িবাঁধ সংস্কারে ব্যবস্থা নেওয়া হবে। তিনি অনুষ্ঠানে সমবেত বন্যা কবলিত জনগণের উদ্দেশ্য বলেন, আপনাদের বিপদ আপদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশে আছেন। বর্তমান সরকার আপনাদের স্বাভাবিক জীবন যাত্রা নিশ্চিত করতে আবারও প্রতিটি এলাকায় উন্নয়ন কাজ শুরু করবেন। আপনাদের কাছে একটাই দাবি, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিন। এসময় উপস্থিত জনসাধারণ করতালি দিয়ে মন্ত্রীর আহবানে সমর্থন জানান।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম এমপি,
কক্সবাজার ১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ, মন্ত্রণালয়ের মহাপরিচালক মিজানুর রহমান। বক্তব্য দেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদি, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা, চকরিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি চেয়ারম্যান আজিমুল হক আজিম, সাধারণ সম্পাদক চেয়ারম্যান দিদারুল হক সিকদার।

চকরিয়া উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জাবেদ মাহমুদ, চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু হাসনাত সরকার, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুছা, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন মোহাম্মদ আলমগীর, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুদ্দিন চৌধুরী, বমুবিলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুরুল কাদের, হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন মিরাজ, ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল হোছাইন চৌধুরী, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর, সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী, লক্ষ্যারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মোহাম্মদ বুলেট, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত হোসেন প্রমুখ। এছাড়া প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ, উপজেলার জনপ্রতিনিধিবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, মাননীয় ত্রাণ প্রতিমন্ত্রী গতকাল চকরিয়া উপজেলার বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকালে উপজেলার কাকারা ইউনিয়নে ১১০০, সাহারবিল ইউনিয়নে ৭৭৫ এবং কোনাখালী ইউনিয়নে ৮৭৫ পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
এসময় তিনি চকরিয়া উপজেলার সার্বিক পরিস্থিতি
দ্রুত সময়ে স্বাভাবিক অবস্থায় ফেরাতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বিশেষ বরাদ্দ দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। ###


আরো খবর: