শিরোনাম ::
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:২৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়া উপজেলা জুয়েলার্স সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক সম্পন্ন

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২ এপ্রিল, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া:
বাংলাদেশ জুয়েলার্স সমিতি চকরিয়া উপজেলার শাখার নবনির্বাচিত কার্যকরী পরিষদের অভিষেক অনুষ্টিত হয়েছে। ২ এপ্রিল শনিবার দুপুরে চকরিয়া পৌরশহরের এটিএন পার্কের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি চকরিয়া উপজেলার শাখার উপদেষ্টা নন্দরাম ধর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মৃনাল কান্তি ধর।
বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক প্রণব সাহা, কক্সবাজার জেলার সভাপতি সুভাষ কান্তি ধর, সাধারণ সম্পাদক হাজী ওসমান গণি, চকরিয়া জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি রতন বরণ দাশ ও সাধারণ সম্পাদক হারাধন দাশ। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি অনিল ধর, বিকাশ ধর, চকরিয়া ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল হক সওদাগর ও ওয়েস্টার্ণ প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি আজিজুল হক। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজনও করা হয়।
উল্লেখ্য গত ৪ ফেব্রুয়ারী বাংলাদেশ জুয়েলার্স সমিতি চকরিয়া উপজেলা শাখার নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে অরুন কান্তি ধর সভাপতি ও নারায়ণ কান্তি দাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ১১ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি গোপাল ধর, সহ-সাধারণ সম্পাদক রতন কান্তি ধর, অর্থ সম্পাদক পলাশ কান্তি ধর, সহ-অর্থ সম্পাদক অলক ধর, সাংগঠনিক সম্পাদক ধীমান কুমার বনিক, সহ-সাংগঠনিক সম্পাদক উজ্জল কান্তি ধর, প্রচার সম্পাদক শিবু ধর, সদস্য টিটু দাশ ও টিকলু কান্তি দে। ##


আরো খবর: