বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়ায় রান্না করার সময় গ্যাসের চুলা থেকে সৃষ্ট আগুনে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর কাকারা এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন জানান, উত্তর কাকারা এলাকার আনিসুর রহমান নামের এক ব্যক্তির বাড়ির রান্নাঘরে গতকাল রাত সাড়ে সাতটার দিকে চুলায় আগুন দিতে গেলে হঠাৎ করে আগুন ধরে যায়। এসময় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমান জানা যায়নি।

বসতবাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাবউদ্দিন। তিনি অগ্নিকান্ডের ঘটনাটি চকরিয়া উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ##


আরো খবর: