এম জিয়াবুল হক, চকরিয়া::
চকরিয়া উপজেলার খুটাখালীতে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ কক্সবাজারের আভিযানিক দল গত বুধবার রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার খুটাখালী জাতীয় উদ্যান এলাকায় মাদক উদ্ধারে এই তল্লাশী অভিযান পরিচালনা করেন।
র্যাব কতৃক দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- যাত্রী বেশে মাদক কারবারি চকরিয়া সার্ভিস (চট্টমেট্রো-ব-১১-১১৬৯) নামের একটি যাত্রীবাহী বাসে করে বিপুল পরিমাণ গাঁজা কক্সবাজারে পাচার করছিলেন। গোপনে সংবাদ পেয়ে র্যাবের আভিযানিক দল চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী জাতীয় উদ্যান এলাকায় অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তল্লাশী অভিযান শুরু করেন।
একপর্যায়ে গাড়ির ভেতর থেকে বিশেষ কৌশলে পাচারের সময় দুটি বস্তা থেকে ২০ কেজি করে ৪০ কেজি গাঁজা উদ্ধার ও পাচারকাজে জড়িত মাদক কারবারি মাহফুজুর রহমানকে (২৬) হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাহফুজুর রহমানকে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব পদুয়া মাঝের দোকান তথা সৈয়দ পাড়ার গোলাম মোহাম্মদের ছেলে। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলেও স্বীকার করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, র্যাবের পক্ষথেকে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক বিক্রেতাকে থানায় সোপর্দ করা হয়েছে।
এই ঘটনায় র্যাবের এল এস সাইফুল ইসলাম বাদী হয়ে মাদক আইনে থানায় একটি মামলা রুজু করেছেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ##