শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় বিদ্যুৎ সংযোগ লাইনে জড়িয়ে টমটম গাড়ি চালক যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ১ জানুয়ারি, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় টমটম গ্যারেজে গাড়ি চার্জ করতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে তাজুল ইসলাম (২৬) নামের টমটম গাড়ি চালক এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার (১ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬ টার দিকে ওই এলাকার ওসমান গনি নামের এক ব্যক্তির টমটম গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ফাসিয়াখালী ইউনিয়নের দক্ষিণ ছাইরাখালী এলাকার নুরুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছেন স্থানীয় ফাসিয়াখালী ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালি।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, গতকাল মাগরিবের নামাজের পর ওসমান গনীর গ্যারেজে চার্জ দেওয়া টমটম গাড়ি নিতে যান তাজুল ইসলাম। ওই সময় অসাবধান বশত বশত: টমটমে লাগানো বিদ্যুৎ সংযোগ লাইনের তারে জড়িয়ে ঘটনাস্থলে ঢলে পড়ে যুবক তাজুল।
এই অবস্থা দেখে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে পুলিশ টিম পাঠানো হয়েছে। আমরা মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি।
এব্যাপারে এখানো কেউ থানায় অভিযোগ করেনি। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

গতকাল রাত আটটায় এ রিপোর্ট লিখা পর্যন্ত নিহত তাজুল ইসলামের মরদেহ চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালের লাশ রয়েছে। এসময় হাসপাতালের ভেতরে বাইরে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভাবি হয়ে উঠে। ##


আরো খবর: