শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় বাড়ির সামনে খেলতে গিয়ে পুকুরে ডুবে কন্যা শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২৮ মে, ২০২২

নিজস্ব প্রতিনিধি,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে সাঈদা নুরী তোহা নামের আড়াই বছরের এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮মে) বেলা ১টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৌলভীর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাঈদা নুরী তোহা ওই এলাকার সাইফুল ইসলামের কন্যা ও সাংবাদিক নিজাম উদ্দিনের ভাগিনী।

চকরিয়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাংবাদিক নিজাম উদ্দিন বলেন, শনিবার ১টার দিকে বাড়ির সামনে পুকুর পাড়ে খেলছিলো তোহা। এসময় সবার অগোচরে পুুকুরে পড়ে যায় সে। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর তোহাকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের সদস্যা।

পরে তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তোহাকে মৃত ঘোষনা করেন।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন হেলালী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। ছোট্ট শিশু তোহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। লাশ দাফনের ব্যবস্থা নেয়া হয়েছে


আরো খবর: