বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় প্রতিপক্ষের দায়ের কোপে একই পরিবারের মহিলাসহ আহত ৫

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২১ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

কক্সবাজারের চকরিয়া উপজেলায় প্রতিপক্ষের হামলা ও দায়ের কোপে নারীসহ ৫জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের খিলছাদক উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের মৃত ইমাম উদ্দিনের ছেলে আকতার আহমদ (৫৪), তাঁর স্ত্রী জাহানারা বেগম (৪৫), ছেলে আব্দুল গণি (২২), সাবিনা ইয়াসমিন (২০) ও
তছলিমা হেনা (২৮)। আহত আকতার আহমদকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

আকতার আহমদ বলেন, আমার আপন বোনের সঙ্গে জমিজমার বিরোধ চলছিল। এই নিয়ে বিরোধ সমাধানে ইউনিয়ন পরিষদে আবেদন করা হয়। আম পড়ার বিষয়কে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। গতকাল সকালে চেয়ারম্যানসহ সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দুইপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়ে চলে যান।

তিনি আরও বলেন, চেয়ারম্যান চলে গেলে খিলছাদক উত্তরপাড়ার গ্রামের আলী হোসেন এনাম, শহিদুল মোস্তফা মামুন, মোহাম্মদ ইসমাইল নেতৃত্ব ১০-১২ হামলা করা হয়। দায়ের কোপে আমার ছেলের মাথা গুরুতর জখম ও আমার হাত ভেঙে গেছে। এসময় স্ত্রী ও দুই কন্যাকে মেরে আহত করা হয়।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আরো খবর: