বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় পাহাড়ের ভেতর থেকে তিনটি দেশীয় তৈরি বন্দুক উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

এম জিয়াবুল হক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ি জনপদে একদল অস্ত্রধারী সন্ত্রাসী জড়ো হচ্ছে খবরে থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দেশীয় তৈরি তিনটি বন্দুক উদ্ধার করেছে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। গতকাল বুধবার (১৩ ডিসেম্বর) রাত আনুমানিক আটটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি এলাকার পাহাড়ের ভেতরে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। তিনি বলেন, গতকাল রাত আনুমানিক সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হাসেরদিঘি এলাকার পাহাড়ের ভেতরে কতিপয় একদল অস্ত্রধারী সন্ত্রাসী জড়ো হচ্ছে।

এরই প্রেক্ষিতে তাৎক্ষণিক চকরিয়া থানা পুলিশের একটি টিম নিয়ে আমি ঘটনাস্থলে পৌঁছে অভিযান তৎপরতা জোরদার করি। অভিযানের একপর্যায়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুঁড়ে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তাদের ফেলে যাওয়া দেশীয় তৈরি তিনটি বন্দুক উদ্ধার করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, পালিয়ে যাওয়া অস্ত্রধারী সন্ত্রাসী চক্রের পরিচয় সনাক্ত করতে কাজ চালাচ্ছি। অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা রুজু করার বিষয়টি প্রক্রিয়াধীন। ##


আরো খবর: