সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় নিহত ৬ ভাইয়ের সেই পরিবারের জন্য প্রশাসনের জমিসহ ৮টি বাড়ি নির্মাণ কাজ উদ্বোধন

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২২ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া::

চকরিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৬ ভাইয়ের ক্ষতিগ্রস্ত পরিবারকে ৮টি জমিসহ গৃহ নির্মাণ কাজ শুরু হয়েছে। মঙ্গলবার ২২ মার্চ উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট হাসিনাপাড়া এলাকার বাড়ি নির্মাণকাজ আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান।

প্রসঙ্গত: কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ মহোদয় এর নির্দেশনা- মোতাবেক ক্ষতিগ্রস্ত এসব পরিবারকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় দুর্যোগ সহনীয় বাড়ি প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের তত্বাবধানে নিহতদের পরিবারের জন্য এসব ঘর বাস্তবায়ন করা হচ্ছে। ডুলাহাজারা নাথপাড়ার পাশে সরকারি খাস জায়গায় একসঙ্গে ৮টি গৃহ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।

নির্মাণ কাজ উদ্ধোধন অনুষ্ঠানে সহকারী কমিশনার(ভূমি) মো.রাহাত উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তয়ন কর্মকর্তা, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ৮ ফেব্রæয়ারী ভোরে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা মালুমঘাট ষ্টেশনের অদুরে বনবিভাগের নার্সারী এলাকায় বেপরোয়া গতির পিকআপ ট্রাকের চাপায় একই পরিবারের পাঁচ সহোদর অনুপম সুশীল (৪৫), নিরুপম সুশীল (৩৮), দীপক সুশীল (৩৬) ও চম্পক সুশীল (৩৬), স্বরণ সুশীল (২৮) নিহত ও এক বোন হীরা সুশীল (২৭) অপর দুই ভাই রক্তিম সুশীল (৩৫), প্লাবন সুশীল (২৪) গুরুতর আহত হন। পরে রক্তিম সুশীলও মারা যান চমেক হাসপাতালে। হতাহত সবার বাড়ি ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ হাসিনাপাড়া গ্রামে। তাঁরা ওই গ্রামের মৃত সরোজ সুশীলের ছেলে-মেয়ে।


আরো খবর: