বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় নিহত মনির হোসেন এর পরিবারের পাশে মানবিক ইউএনও, দিলেন টাকা ও চাকুরির নিশ্চয়তা

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ২১ মে, ২০২২

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের লালব্রীজ এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মনির হোসেন নামে এক পথচারী। নিহতের পিতার নাম আবুল খায়ের, তার গ্রামের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ৬ নম্বর ওয়ার্ড। শনিবার ২১ মে সকাল এগারোটা দিকে ঘটেছে এ ঘটনা। নিহত মনির হোসেন স্থানীয় একটি মৎস্য হ্যাচারীতে কর্মরত ছিলেন।

এদিকে, সড়ক দুর্ঘটনায় নিহত মনির হোসেন এর পরিবারকে চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সমন্বয়ে নগদ একলক্ষ (১,০০,০০০/-) টাকা প্রদান করা হয়েছে। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এসময় নিহতের স্ত্রীর হাতে সহায়তা হিসেবে টাকা তুলে দেন। একইসঙ্গে বলেন নিহতের সন্তানকে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে মাসিক ১২ হাজার টাকা বেতনে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দেয়া হবে বলে। একথা শুনার পর স্বজন হারানো মনির হোসেন এর পরিবার সদস্যরা উপস্থিত মানবিক ইউএনও জেপি দেওয়ান এবং প্রশাসনকে ধন্যবাদ জানান। ##


আরো খবর: