বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় ডাকাতি হওয়া ৫২টি টমটম ব্যাটারি উদ্ধার, পিকআপ জব্দ,একজন গ্রেফতার

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

এম জিয়াবুল হক, চকরিয়া ;:

কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে চোরের গোডাউন থেকে ইতোপূর্বে ডাকাতি হওয়া ৫২টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ সময় জব্দ করা হয়েছে একটি পিকআপ ভ্যান। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) ভোররাত তিনটার দিকে উপজেলার বিএমচর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মানিকের ছোট ভাই শওকত ওসমানের টমটম গ্যারেজের পরিচালক তাদের ভগ্নিপতি রিয়াজের বাড়ি লাগোয়া গোডাউন থেকে
থানা পুলিশ মজুদকৃত অবস্থায় এসব চোরাই ব্যাটারি উদ্ধার করেছে।

থানা পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নে এই ঝটিকা অভিযান পরিচালনা করেন চকরিয়া থানার ওসি মো. মঞ্জুর কাদের ভূঁইয়া ও উপ-পরিদর্শক (এসআই) ইমরুল হকসহ সঙ্গীয় পুলিশের একটি টিম।

এদিকে উপজেলার খুটাখালী ইউনিয়নের টমটম গ্যারেজ মালিক আরিফুল ইসলাম লিটন জানান- গত ২৮ নভেম্বর গভীর রাতে আমার গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতদল গ্যারেজ থেকে ৫৩টি টমটম গাড়ির ব্যাটারি লুটে নিয়ে যায়। পুলিশের নকল পোশাক পরিহিত অবস্থায় হানা দিয়ে প্রায় ৮ লাখ টাকামূল্যের এই ব্যাটারি ডাকাতির ঘটনায় থানায় অজ্ঞাত আসামীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।
এর পর পুলিশ ডাকাতি হওয়া টমটম গাড়ির ব্যাটারি গুলো উদ্ধারে অভিযান শুরু করে। অবশেষে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ৫২টি ব্যাটারি উদ্ধার ও ব্যাটারি পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়। একইসাথে গ্রেপ্তার করা হয়েছে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মোহাম্মদ আসিফকে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি বলেন- খুটাখালী টমটম গাড়ির গ্যারেজে এই ডাকাতির ঘটনার পর পরই ব্যাটারি উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। সর্বশেষ শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিএমচর ইউনিয়নে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে লুন্ডিত ৫২টি ব্যাটারি, জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ###


আরো খবর: