এম. জিয়াবুল হক, চকরিয়া ::
সরকার প্রধান শেখ হাসিনার তহবিলের অনুদানের ৩৫ লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে কক্সবাজারের চকরিয়ায় সড়কে প্রাণ হারানো সেই ছয় পরিবারের হাতে।
মঙ্গলবার (১২এপ্রিল) দুপুরে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ শেখ হাসিনা পাড়ায় প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের বাড়িতে চেক হস্তান্তর উপলক্ষে এক অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদরের সভাপতিত্বে চেক হস্তান্তর অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর বলেন, চলতি বছরের ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাটস্থ নার্সারী এলাকায় প্রয়াত সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্টার পূর্ব ক্ষুদান্ন দান শেষে বাড়ি ফিরছিলেন সাত ভাই ও দুই বোন। সড়ক পারাপারের জন্য সড়কের পাশে দাঁড়িয়েছিলেন তারা।
এসময় চকরিয়া থেকে একটি দ্রুতগামির সবজি বোঝাই পিকআপ তাদের চাপা দেয়। এতে নিহত হন দীপক সুশীল, অনুপম সুশীল, নিরুপম সুশীল, স্মরণ সুশীল, রক্তিম সুশীল ও চম্পক সুশীল। এসময় গুরতর¡ আহত হন বোন হীরা সুশীল ও ছোট ভাই প্লাবন সুশীল। প্রাণে বেঁচে যান বোন মুন্নি সুশীল।
তিনি আরও বলেন, এ ঘটনার পর তাদের আর্থিক অনুদানের জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। পরে প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত এই পরিবারের জন্য ৩৫ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন।
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেন, একটি পরিবারের ছয় ছয়টি তাজা প্রাণ ঝড়ে যাওয়া খুবই বেদনার। এই পরিবারের যারা উর্পাজনক্ষম ছিলো এখন কেউ নেই। তাদের যে ক্ষতি হয়েছে তা ফিরিয়ে দেয়া কারো পক্ষে সম্ভব না।
আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুঝেন স্বজন হারানোর বেদনা। তাই এই পরিবারের বেদনার কথা তিনি উপলব্ধি করতে পেরেছেন। তাই এই ক্ষতিগ্রস্থ পরিবারের স্বজন হারানোর কথা শোনার সাথে সাথে তিনি এই পরিবারের জন্য নগদ ৩৫ লাখ টাকা অনুদান হিসেবে দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া সেই অনুদান তাদের হাতে তুলে দেয়া হলো। তাছাড়া প্রধানমন্ত্রীর অর্থায়নে তাদের জন্য জমিসহ বাড়িও নির্মাণ করে দিচ্ছেন। যা অল্প কিছুদিনের মধ্যে তাদের কাছে হস্তান্তর করা হবে।
প্রয়াত ছয় সন্তানের হতভাগী মা মৃণালীনি বালা সুশীল কান্নাজড়িত কন্ঠে বলেন, সরকার থেকে শুরু করে সাধারণ মানুষ যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের এই ঋণ কোনদিন শোধ করতে পারবো না। তিনি এসময় তার প্রয়াত সন্তানদের জন্য আর্শিবাদ কামনা করেন।
চেক হস্তান্তর অনুষ্টানে আরও উপস্থিত ছিলেন- চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) রাহাত-উজ-জামান, সহকারি পুলিশ সুপার (এএসপি) তফিকুল আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা পরিষদ সদস্য কমর উদ্দিন আহমদ চৌধুরী, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু ও ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল ইসলাম আদর প্রমুখ।
উল্লেখ্য, গত ৮ ফেব্রƒয়ারি সড়কে দূর্ঘটনার পর ঘাতক পিকআপটি জব্দ করে মালুমঘাট হাইওয়ে থানা। পরে র্যাব-১৫’র কক্সবাজারের একটি টিম অভিযান চালিয়ে ১২ ফেব্রুয়ারি চালককে গ্রেফতার করেন। ##