বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায লাগামহীন চালের বাজার তদারকিতে আদালত, দোকানীকে ৪২ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম:
আপডেট: সোমবার, ৬ জুন, ২০২২

এম জিয়াবুল হক, চকরিয়া::

চালের বাজার স্থিতিশীল ও নিয়ন্ত্রণে রাখতে অভিযান চালিয়েছে চকরিয়া উপজেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত।

এসময় চালের ডিলার, মিল মালিক, আড়তদার ও খুচরা বিক্রেতাসহ বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সোমবার (৬ জুন) চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন।

এসময় ভ্রাম্যমান আদালতের সাথে ছিলেন চকরিয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তপন মল্লিক, চকরিয়া থানা পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান বলেন, চালের মূল্যবৃদ্ধি ও কারসাজি ঠেকাতে পৌরশহরের বিভিন্ন ডিলার, মিল মালিক, আড়তদার ও খুচরা বিক্রেতাদের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় বিভিন্ন অভিযোগে ৫টি মামলা বিপরীতে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালানো করা হবে বলেও জানান তিনি।#


আরো খবর: