বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৩:৫৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়াায় কৃষকের বাড়িতে অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর হামলা-গুলিবর্ষণ, একজন গুলিবিদ্ধ

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া::

কক্সবাজারের চকরিয়ায় দিনেদুপুরে কৃষকের বসতবাড়িতে হামলা ও এলোপাতাড়ি গুলি চালিয়েছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী। এসময় সন্ত্রাসীদের গুলিবর্ষণে মোহাম্মদ হাসান (৩৮) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। উপজেলার বিএমচর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের বাক্কার পাড়া এলাকায় বৃহস্পতিবার বিকালে ঘটেছে এ ঘটনা। আহত হাসান ওই এলাকার জমি মালিক আলী আহমদের ছেলে।
গুলিবিদ্ধ আহত হাসানকে ঘটনার পরপর প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে সেখানে শাররীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতের পরিবার ও এলাকাবাসী জানান, স্থানীয় কৃষক আলী আহমদ তার পৈত্রিক জমিতে দীর্ঘদিন ধরে ভোগদখলে থেকে চাষাবাদ করে আসছেন। কিন্তু ঘটনার দিন বিকালে স্থানীয় গিয়াস উদ্দীন নামের এক ব্যক্তির নেতৃত্বে ২০/৩০ জন সশস্ত্র ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আলী আহমদ এর উক্ত জমি ক্রয় করেছে দাবি করে জমিতে গিয়ে চাষাবাদে বাধা দেন। ওইসময় এ নিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এরই একপর্যায়ে গিয়াস উদ্দীনের ভাড়াটিয়া সন্ত্রাসীরা আলী আহমদের বাড়িতে গিয়ে প্রকাশ্যে গুলি ছোঁড়ে। এতে মো. হাসান গুলিবিদ্ধ হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন। গুলিবর্ষণের খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
পরে আহত হাসানকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে আহত হাসান চমেক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বলে জানান আহতের ফুফাতো ভাই এডভোকেট মোহাম্মদ পারভেজ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, বিএমচরে গুলিবিদ্ধ হয়ে আহতের ঘটনা শুনেছি। তবে গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত ঘটনার বিষয়ে কেউ থানায় অভিযোগ দেয়নি।

তিনি বলেন, অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ##


আরো খবর: