বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

চকরিয়ায় জমিতে ধানের বীজতলা বুনতে গিয়ে হার্ট অ্যাটাকে কৃষকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,চকরিয়া ::

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে জমিতে ধানের বীজতলা তৈরী করার সময় স্টোক করে পড়ে জাফর আলম (৫৬) নামের এক কৃষকের মৃত্যূ হয়েছে। গতকাল শুক্রবার (১১ আগষ্ট) বেলা এগারোটার দিকে ইউনিয়নের কালিয়াঘোনা নামক ধানি জমিতে স্টোক পড়ে যান তিনি।

জাফর আলম চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম বাক্কুমপাড়ার মৃত ছৈয়দ কাসিমের তৃতীয় ছেলে।

খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবদুর রহমান বলেন, কৃষক জাফর আলম শুক্রবার সকালে ধানের বীজতলা তৈরী করতে বাড়ির অদূরে কালিয়াঘোনার জমিতে যান। সেখানে কাজ করার সময় বেলা এগারোটার দিকে তিনি জমিতে ঢলে পড়ে যান। এই অবস্থা দেখে পাশ্ববর্তী জমিতে কাজে থাকা লোকজন দৌঁড়ে এসে তাকে উদ্ধার করে খুটাখালী বাজারে এক চিকিৎসকের কাছে নিয়ে যান। পরে ওই চিকিৎসক শারীরিক পরীক্ষা করে জাফরকে মৃত বলে ঘোষণা করেন।


আরো খবর: