মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:২১ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ঘোষণা ছাড়াই রুশদের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ১৯ মার্চ, ২০২৩
ঘোষণা ছাড়াই রুশদের দেশে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র


ওয়াশিংটন, ১৮ মার্চ – পূর্ব কোনো ঘোষণা ছাড়াই রাশিয়ার নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও মার্কিন প্রশাসন এ প্রক্রিয়া শুরু করল। শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এর আগে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পরপরই যুক্তরাষ্ট্র এমন উদ্যোগ নিয়ে কিছুদিন পর তা বাতিল করেছিল। তবে যুদ্ধের এক বছরের মাথায় সেই উদ্যোগ আবারও চালু করেছে যুক্তরাষ্ট্র। তবে কোনো ঘোষণা দেয়নি দেশটি।

গার্ডিয়ানের প্রতিবেদন অনুসারে, সম্প্রতি এক রাশিয়ান যুবক অভিবাসন নিয়ে কাজ করা এক মার্কিন অধিকার গোষ্ঠীর শরণাপন্ন হন। তিনি জানান, তাকে জোরপূর্বক যুক্তরাষ্ট্র থেকে বের করে দেয়ার তোড়জোড় চলছে। এর পরপরই যুক্তরাষ্ট্রের উদ্যোগের বিষয়টি সামনে আসে। সেই যুবকের মতো অনেকেই রাশিয়া থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন গত বছর। এ স্রোত আরও শক্তিশালী হয় যখন রাশিয়া অতিরিক্ত সেনা মোতায়েনের জন্য পারশিয়াল মোবিলাইজেশন শুরু করে।

পরে সেই যুবকসহ আরও কয়েকজনকে সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র থেকে জোরপূর্বক রাশিয়ায় ফেরত পাঠায় দেশটির প্রশাসন।

বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল প্রতিষ্ঠান ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই বা আইস) বলেছে, মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইস) মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কার্যকরভাবে অভিবাসন আইন প্রয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রয়োজন অনুসারে আইস বাণিজ্যিক এয়ারলাইনস এবং চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে অ-নাগরিকদের দেশ থেকে বের করে দেয়ার অধিকার রাখে।

মার্কিন অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আরও জানিয়েছে, নির্দেশনা অনুসারে আইস রাশিয়াসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠাচ্ছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ১৮ মার্চ ২০২৩





আরো খবর: