শহিদ রুবেল::
কক্সবাজার ব্যাটালিয়নের ৩৪ বিজিবির একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযানে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ দুইজন আসামীকে আটক করা হয়েছে। অভিযানে অংশ নেওয়া টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
শুক্রবার (২৫ অক্টোবর) কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ ঘুমধুম বিওপির একটি টহল দল দুপুর আনুমানিক ২টায় সীমান্ত পিলার-৩২ এর কাছাকাছি জামালের ঘের এলাকায় অভিযান চালায়।
অভিযানের সময় মোঃ রিয়াজ উদ্দিন (১৮) এবং মুশফিকুর রহমান (১৮) নামে দুইজনকে আটক করা হয়, যারা যথাক্রমে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের উখিয়ার বাসিন্দা। তাদের কাছ থেকে ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতদের নিয়মিত মামলার মাধ্যমে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।
####