শিরোনাম ::
কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে জাহাজ চলবে বৃহস্পতিবার থেকে কক্সবাজারে অপহরণ ও ধর্ষন মামলায় পিতাসহ ৩ ভাইয়ের যাবজ্জীবন চকরিয়ার দায়িত্ববার নিয়েছেন নবাগত ইউএনও আতিকুর রহমান, বিদায়ী ইউএনও কক্সবাজারস্থ শরনার্থী কমিশনে চকরিয়ায় সুরাজপুরে সড়কের উপর বন্যহাতির আক্রমণে দুই পথচারী আহত রোহিঙ্গা ক্যাম্পে আইওএম-এনরুট কর্মীদের ছাঁটাইয়ের প্রতিবাদে মানববন্ধন, চাকরিতে পূর্ণবহালসহ চার দফা দাবি যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করবেন বাইডেন ও ম্যাক্রোঁ আন্দোলনে হামলাকারী ঢাবি ছাত্রলীগ নেতা গ্রেফতার যে কারণে গ্রেফতার হলেন ইসকন নেতা প্রভু চিন্ময় কৃষ্ণ আদানি ইস্যুতে পার্লামেন্টে তুমুল হট্টগোল স্বামী-সন্তানসহ সাবেক এমপি হেনরীর দেশত্যাগে স্থায়ী নিষেধাজ্ঞা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গ্রিসের নির্বাচনে রক্ষণশীলদের বিশাল জয়

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
গ্রিসের নির্বাচনে রক্ষণশীলদের বিশাল জয়


এথেন্স, ২৬ জুন – গ্রিসে পার্লামেন্ট নির্বাচনে বড় জয় পেয়েছে দেশটির রক্ষণশীল দল নিউ ডেমোক্রেসি পার্টি। সংস্কারবাদী নেতা কিরিয়াকোস মিৎসোতাকিসকে আরও চার বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে রায় দিয়েছেন গ্রিক ভোটাররা। রোববার পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এটা ছিল চলতি বছরের মধ্যে দ্বিতীয় নির্বাচন।

এর আগে গত মে মাসেই নির্বাচন হয়েছিল। কিন্তু কোনো দল সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফের নির্বাচনের আয়োজন করা হয়। রোববার পার্লামেন্টের ভোটে এখন পর্যন্ত ৯৫ শতাংশ ব্যালট গণনা হয়েছে। মিৎসোতাকিসের নেতৃত্বে রক্ষণশীল নিউ ডেমোক্রেটিক পার্টি দাবি করেছে, তারা ৪০ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়েছে। সরকার গঠন করা নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই।

মিৎসোতাকিস বলেন, এরপর সংস্কার কর্মসূচি রূপায়ণেও কোনো বাধা থাকল না। অন্য কোনো দলের মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। মানুষ আমাদের নিরাপদ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে।

দলের সদরদপ্তরের বাইরে সমর্থকদের মিৎসোতাকিস বলেন, এবার দ্রুত আর্থিক বৃদ্ধি হবে। সবার পারিশ্রমিক বাড়বে।

৩০০ সদস্যের পার্লামেন্টে মিৎসোতাকিসের দল পেতে যাচ্ছে ১৫৭টি আসন। গ্রিসের আইন অনুসারে, পরপর নির্বাচন হলে সংখ্যাগরিষ্ঠ দল ৫০টি আসন বেশি পায়। মাস দুয়েক আগের নির্বাচনে মিৎসোতাকিস সংখ্যাগরিষ্ঠতার থেকে পাঁচটি আসন কম পেয়েছিলেন। তিনি তাই আবার নির্বাচনের পথে হাঁটেন।

রোববার ৩২টি দল নির্বাচনে অংশ নেয়। ৯৮ লাখ ভোটার ভোট দিয়েছিলেন। চরম বামপন্থীদের জোট ১৮ শতাংশ ভোট পেয়েছে। মে মাসের নির্বাচনের তুলনায় তাদের ফল খারাপ হয়েছে।

কমিউনিস্ট পার্টি পেয়েছে সাত শতাংশ, অতি জাতীয়তাবাদী স্পার্টার্ন পেয়েছে ৫ শতাংশ ও পিএএসওকে পেয়েছে ১৩ শতাংশ ভোট।

গত ১৪ জুনের গ্রিসের সমুদ্র উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের নৌকা ভেঙে কয়েকশ মানুষের মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ভোট হয়। সমীক্ষা জানিয়েছিল, ২০১৯ থেকে প্রধানমন্ত্রী থাকা মিৎসোতাকিসের ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাদের সেই কথাই সত্যি হলো।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৬ জুন ২০২৩





আরো খবর: