ঢাকা, ০৪ জুন – ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মো. হারুন অর রশীদের সস্ত্রীক বিদেশ যাওয়ার বিষয়ে সরকারি আদেশের (জিও) একটি ছবি সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যায়, গত ৩ জুন থেকে ১৩ দিনের ছুটিতে সস্ত্রীক সিঙ্গাপুর যাওয়ার কথা রয়েছে এই পুলিশ কর্মকর্তার। পরে এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।
এ পরিস্থিতিতে রোববার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিবিপ্রধান। এ সময় ছুটির বিষয়টি পরিষ্কার করেন তিনি।
তিনি বলেন, সরকারি কর্মকর্তা, পুলিশ কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয়। আমাকে নিয়েও তাই করা হচ্ছে। পুলিশের মনোবল ভাঙার জন্য এগুলো করা হয়। তবে পুলিশের মনোবল ভাঙবে না। ছুটি গোপনে নিচ্ছি না। সবাই জানে। বিভিন্ন স্তর পার হয়ে ছুটি পাস হয়। এ ছাড়া একজন কর্মকর্তা যেকোনো প্রয়োজনে বিদেশ যেতেই পারে।
হারুন অর রশীদ বলেন, যারা গুজব ছড়াচ্ছে, তারা নিজেদের ফেসবুকের ভিউ বাড়ানোর জন্য এসব করছেন। ভিউ বাড়লে টাকা পাবেন, এটাই তাদের মূল লক্ষ্য। বিদেশে বসে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা আইনের চোখে অপরাধ।
তিনি আরও বলেন, একজন সরকারি কর্মকর্তা বিদেশ যেতে চাইলে তার ছুটি নিতে অনেক সময় লাগে। তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। এই অনুমতির জিও ওয়েবসাইটে দেওয়া থাকে। সেটি যে কেউ চাইলে দেখতেও পারেন।
প্রসঙ্গত, ডিবিপ্রধানের ছুটির বিষয়ে গত ১ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জিও প্রকাশ করা হয়। এতে বলা হয়, ৩ জুন অথবা ছুটি ভোগের দিন থেকে ১৩ দিন ছুটি কার্যকর হবে। শর্ত অনুযায়ী, সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।
সূত্র: সমকাল
আইএ/ ০৪ জুন ২০২৩
সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::গুজব ছড়িয়ে পুলিশের মনোবল ভাঙার সুযোগ নেই first appeared on DesheBideshe.