শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

গুগল প্লে-হোয়াটসঅ্যাপের নিষেধাজ্ঞা তুলে নিল ইরান

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪


তেহরান, ২৫ ডিসেম্বর – বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর ইরান। দেশটি এসব থেকে নাগরিকদের দূরে রাখতে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তবে এবার সেই কঠোরতা থেকে ফিরে আসতে শুরু করেছে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী হোয়াটসঅ্যাপ ও গুগল প্লে ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। এর প্রাথমিক পদক্ষেপ হিসেবে ভোটাভোটি হয়েছে। এ ছাড়া ধীরে ধীরে ইন্টারনেটের ওপর বিদ্যমান বিধিনিষেধও কমানো হবে।

বিদেশি প্ল্যাটফর্ম ব্যবহারের সীমাবদ্ধতা কমাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে একটি বৈঠক হয়েছে। এতে প্রতিনিধিরা হোয়াটসঅ্যাপ, গুগল প্লে ব্যবহারের সুযোগ দিতে সংখ্যাগরিষ্ঠ মত দিয়েছেন।

ইরানে সরকারবিরোধী বিক্ষোভের সময় ব্যাপকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার দেখা গেছে। ইরানে গত বছরগুলোয় অনেকেই ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএনসহ নানান বিকল্প উপায়ে ইন্টারনেট তথা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে আসছেন। কিন্তু পশ্চিমা ষড়যন্ত্র ও নজরদারির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছে।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়কমন্ত্রী সাত্তার হাশেমি বলেন, ইন্টারনেটের ওপর বিদ্যমান বিধিনিষেধ দূর করার ক্ষেত্রে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আন্তরিক। এর অংশ হিসেবে ইন্টারনেট ব্যবহারের সীমাবদ্ধতা দূর করার ক্ষেত্রে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছে।



আরো খবর: