শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

খালার জানাজা শেষে ফেরার পথে সড়কে লাশ হলেন দুই সহোদর

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৬ মার্চ, ২০২৩


হবিগঞ্জ, ২৫ মার্চ – হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় জানাজা শেষে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশা-ট্রাক্টর সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও ৩ জন। আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের ভাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বানিয়াচং উপজেলার ছিলাপাঞ্জা গ্রামের কালাই উল্লাহর ছেলে আব্দুল মঈন (৬০) ও তাজউদ্দিন (৩৫)।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব জানান, শাশুড়ির জানাজায় যোগ দিতে দুপুরে বাড়ি থেকে বের হন আব্দুল মঈন ও তার পরিবারের আরও ৪ সদস্য। জানাজা শেষে সন্ধ্যায় তারা সিএনজিচালিত অটোরিকশা বাড়ি ফিরছিলেন। অটোরিকশাটি ভাটিপড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই ভাই মারা যান। আহত ৩ জনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র: সমকাল
আইএ/ ২৫ মার্চ ২০২৩


আরো খবর: