বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত

প্রতিবেদকের নাম:
আপডেট: শনিবার, ১২ আগস্ট, ২০২৩
ক্রিমিয়ার কাছে ইউক্রেনের ২০টি ড্রোন ভূপাতিত

মস্কো, ১২ আগস্ট – ক্রিমিয়া উপদ্বীপের কাছে ইউক্রেনের মনুষ্যবিহীন ২০টি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রাশিয়া।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শনিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রনিক যুদ্ধের মাধ্যমে আরও ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে।

তবে এ ঘটনায় কেউ হতাহত বা কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও টেলিগ্রাম পোস্টে উল্লেখ করা হয়েছে।

এদিকে শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। সম্প্রতি মস্কোতে একাধিকবার ড্রোন হামলার চেষ্টা চালানো হয়েছে। এটি এ ধরনের সর্বশেষ প্রচেষ্টা।

ইউক্রেন গত জুলাইয়ে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দেয়। এ ছাড়া রাশিয়ার মূল ভূখণ্ডের সঙ্গে সংযোগকারী সেতুও সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: সমকাল
.


আরো খবর: