ইমরান আল মাহমুদ,উখিয়া:
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭১ ক্যান বিয়ার ও ১২টি বিদেশী হুইস্কি উদ্ধার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।
শুক্রবার(৪ মার্চ) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ১৪এপিবিএন অধিনায়ক মো. নাইমুল হক।
তিনি জানান,শুক্রবার ৭টায় কুতুপালং ক্যাম্প পুলিশ ইন্টেলিজেন্সের সহযোগিতায় অভিযান পরিচালনা করে রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের মৌলভী জহিরের ছেলে মাহবুব কে ৭১ ক্যান বিয়ার ও ১২টি বিদেশি হুইস্কি সহ গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান এপিবিএন অধিনায়ক নাইমুল হক।