বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ক্যাম্পে অস্ত্র ও ইয়াবাসহ দুষ্কৃতকারী গ্রেফতার!

ইমরান আল মাহমুদ
আপডেট: রবিবার, ১৭ জুলাই, ২০২২

ইমরান আল মাহমুদ:
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দু নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন(এপিবিএন)।

রবিবার(১৭ জুলাই) ভোরে গণমাধ্যমকে অভিযানের সত্যতা নিশ্চিত করেন ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন। তিনি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০টার দিকে কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খানের নির্দেশে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ’র নেতৃত্বে ক্যাম্প-৮ ইস্ট এর বি-৭৪ ব্লকে অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি দু নলা বন্দুক ও ১৫ হাজার ৪শ পিস ইয়াবাসহ আবু বক্কর ওরফে জমির হোসেন ওরফে হাফেজ মনির(৩৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।”

তিনি আরও বলেন,” গ্রেফতার রোহিঙ্গা মনির ক্যাম্পের তালিকাভুক্ত শীর্ষ দুষ্কৃতকারী এবং সিক্স মার্ডার ও রোহিঙ্গা মাঝি আজিম হত্যায় জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানান তিনি।”

গ্রেফতার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।


আরো খবর: