শিরোনাম ::
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আইসিসি প্রধানের প্রসিকিউটর, “মিয়ানমারের বিরূদ্ধে মামলায় অগ্রগতি হচ্ছে” কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার টেকনাফের ২ মাদক ব্যবসায়ীকে দশ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার ভুয়া কাগজে ‘ভোটার হতে গিয়ে’ ৪ রোহিঙ্গা গ্রেপ্তার নাফনদীতে ফেলে যাওয়া ব্যাগ থেকে আড়াই লাখ ইয়াবা উদ্ধার টেকনাফে মাছ ক্রয় করতে আসা অপহৃত দুই রোহিঙ্গা উদ্ধার, গ্রেফতার-৩ চকরিয়ায় পর্নোগ্রাফি আইনে দুইজন বিভিন্ন মামলায় ৭ আসামি গ্রেফতার চকরিয়ায় রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে পুড়ে ছাই বসতবাড়ি কসবা সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশী আহত, পতাকা বৈঠক রিমান্ড শেষে সাবেক মন্ত্রী কামরুল ও এমপি জ্যাকব কারাগারে
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:১৯ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ক্যামেরুনে ভবন ধসে নিহত ১২

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৩ জুলাই, ২০২৩
ক্যামেরুনে ভবন ধসে নিহত ১২


ইয়াউন্দে, ২৩ জুলাই – মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনে একটি চার-তলা ভবন ধসে অন্তত ১২ জন নিহত হয়েছেন। রোববার দেশটির রাজধানী ডুয়ালায় ভবন ধসের এই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে আঞ্চলিক গভর্নর জানিয়েছেন।

ডুয়ালার পূর্বাঞ্চলীয় অ্যাঞ্জে রাফায়েল এলাকায় অবস্থিত ভবনটি রোববার মধ্যরাতের দিকে ধসে পড়েছে। পার্শ্ববর্তী লিত্তোরাল অঞ্চলের গভর্নর স্যামুয়েল ডিউডোন ইভাহা দিবুয়া ভবন ধসের স্থানে গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে বলেছেন, মধ্যরাতে ভবনটি ধসে পড়েছে। এতে ১২ জন নিহত হয়েছেন। এছাড়া আহত আরও কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ভবন ধসের ঘটনায় মোট ৩১ জন হতাহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। লিত্তোরালের এই গভর্নর বলেছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ধ্বংসস্তূপের নিচে যাতে কেউ আটকা না থাকে, সেটি নিশ্চিত করার জন্য উদ্ধারকারী দলের সদস্যরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।

তবে অ্যাঞ্জে রাফায়েল এলাকার এই ভবন ধসের কারণ এখনও পরিষ্কার নয় বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্যামেরুনের ফায়ার ব্রিগেড, রেড ক্রস এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা এখনও ঘটনাস্থলে কাজ করছে।

আহতদের মধ্যে তিন শিশু ও অন্তত ১০ জন প্রাপ্তবয়স্ক পুরুষ পার্শ্ববর্তী ল্যাকুইন্টিনি হাসপাতালে জরুরি চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে এএফপি। সেখানকার কর্মীরা বলছেন, হাসপাতালে আনার পর তিন বছর বয়সী এক মেয়ে শিশু মারা গেছে।

ক্যামেরুনের কর্তৃপক্ষ গত কয়েক মাস ধরে বন্যা বা ভূমিধসের ঝুঁকিতে থাকা বাড়িঘর ভেঙে ফেলার কাজ চালিয়ে আসছে। কিন্তু ভবন ধসে যাওয়া অ্যাঞ্জে রাফায়েল এলাকায় ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলার উদ্যোগ এখনও দেখা যায়নি।

মধ্য আফ্রিকার এই দেশটিতে ভবন ধসের ঘটনা অস্বাভাবিক নয়। এর আগে, ২০১৬ সালে রাজধানী ডুয়ালায় নিয়ম লঙ্ঘন করে নির্মাণ করা জরাজীর্ণ একটি ভবন ধসে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটে।

সূত্র: ঢাকা পোস্ট
আইএ/ ২৩ জুলাই ২০২৩





আরো খবর: