শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

ক্যামিলার সাবেক স্বামী-সন্তানও ছিলেন রাজ্যাভিষেক অনুষ্ঠানে

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ৭ মে, ২০২৩
ক্যামিলার সাবেক স্বামী-সন্তানও ছিলেন রাজ্যাভিষেক অনুষ্ঠানে


লন্ডন, ০৭ মে – এবারের ব্রিটিশ রাজ্যাভিষেক অনুষ্ঠানে দৃষ্টিভঙ্গিগত বড় পরিবর্তন দেখা গেল। নতুন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা দুজনেরই বিচ্ছেদের ইতিহাস যেমন আছে; তেমনই রানির সাবেক স্বামী অ্যান্ড্রু পার্কার বোলসকে অনুষ্ঠানে দেখে চমকেছেন অনেকেই।

১৯৫৩ সালে যখন রানি দ্বিতীয় এলিজাবেথ মুকুট লাভ করেন, তখন বছরে প্রায় ৩০ হাজার তালাকের ঘটনা ঘটত। আর তালাক হওয়া ব্যক্তিদের রাজ পরিবারের সান্নিধ্যে যাওয়ার তেমন সুযোগ ছিল না। সেসময় যুদ্ধ নায়ক গ্রুপ ক্যাপ্টেন পিটার টাউনসেন্ডের সঙ্গে প্রিন্সেস মার্গারেটের প্রেম চলছিল; তাদের পরিণয়ে বাধা হয়ে দাঁড়ায় টাউনসেন্ডের বিচ্ছেদের ইতিহাস থাকায়।

রাজভক্তরা এ কথা মনে করতে চাইবেন যে, ১৯৬১ সালে রানি রাষ্ট্রীয় নৈশভোজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি ও ফার্স্ট লেডি জ্যাকুলিন কেনেডি আমন্ত্রণ জানালেও জ্যাকুলিনের বোনকে দাওয়াত দেননি। কারণ ফার্স্টলেডির বোন লি বউভিরের বিচ্ছেদের ইতিহাস ছিল।

কিন্তু ৮৩ বছর বয়সী অ্যান্ড্রু পার্কার বোলসের ক্ষেত্রে তেমনটা হল না, যিনি সবসময় নিজের মতো করে চলেন। তিনি তার সাবেক স্ত্রীর জীবনের সূচির অংশ হয়ে গেছেন, আছেন রাজপরিবারের সংস্পর্শে।

২০০৬ সালে অ্যান্ড্রু ও ক্যামিলার মেয়ে লরা লোপেজের বিয়েতে অংশ নিয়েছিলেন তৎকালীন প্রিন্স চার্লস। সেসময় তাদের ছেলে টম পার্কার বোলসকে দেখা গিয়েছিল চার্লসের পাশে।

রাজ্যাভিষেক অনুষ্ঠানে অ্যান্ড্রু তার দুই ছেলে-মেয়ে, পাঁচ নাতি-নাতনিসহ অংশ নেন বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। নাতি-নাতনিরা হলেন ললা, ফ্রেডি, লুইস, গুস লোপস ও এলিজা।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ব্রিটিশ সিংহাসনে আরোহণকারী রাজা তৃতীয় চার্লসের আনুষ্ঠানিক অভিষেক হয় শনিবার। এদিন রাজার সঙ্গে তার স্ত্রী ক্যামিলাও রানির মুকুট পরেন।

সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/০৭ মে ২০২৩

সম্পুর্ন খবরটি পড়ার জন্য এই লিঙ্কে ক্লিক করুন ::ক্যামিলার সাবেক স্বামী-সন্তানও ছিলেন রাজ্যাভিষেক অনুষ্ঠানে first appeared on DesheBideshe.



আরো খবর: