মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুয়াকাটায় যুবদলের ৩ নেতা বহিষ্কার 

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪


নৈতিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালীর কুয়াকাটায় যুবদলের ৩ নেতাকে বহিষ্কার করেছে পটুয়াখালী জেলা যুবদল।


সোমবার (৯ ডিসেম্বর) পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।


আরও পড়ুন: দিল্লি থেকে ভিসা সেন্টার স্থানান্তরের অনুরোধ


বহিষ্কৃতরা হলো- কুয়াকাটা পৌর যুবদলের ৭ নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল মিয়াজী।কুয়াকাটা পৌর যুবদলের ৭ নং ওয়ার্ড সদস্য মিরাজ হাওলাদার,এবং কুয়াকাটা পৌর যুবদলের সদস্য মোঃ ইউসুফ ঘরামি। তিনজনকেই দলের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছে।



তাদের ৩ জনের বিরুদ্ধে কুয়াকাটায় অবস্থিত হান্ডি করাই নামের একটি বারে হামলার অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে বারের ম্যানেজার মোঃ বাবুর কাছে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।


বহিষ্কৃত যুবদল নেতা সোহেল মিয়াজি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা মিথ্যা।আমি এমন কোন কর্মকাণ্ডের সাথে জরিত নই যে আমাকে দল থেকে বহিষ্কার করতে হবে। আমি সম্পুর্ন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছি।


অপর বহিষ্কৃত যুবদল নেতা ইউসুফ ঘরামি বলেন, আমার বিরুদ্ধে আনা সকল অভিযোগ ভিত্তিহীন এটা সম্পুর্ন ষড়যন্ত্র। এ বিষয় শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে এর প্রতিবাদ করা হবে।


আরও পড়ুন: সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী ভারত


অপর বহিষ্কৃত যুবদল নেতা মিরাজ হাওলাদার কে মুঠো ফোনে পাওয়া যায়নি।


এ বিষয় কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন জানান, তাদেরকে বহিষ্কারের কারণ হিসেবে বারে হামলা চালানোর বিষয়টি আমিও নিউজের মাধ্যমে শুনেছি। তবে বিএনপির নিয়ম-নীতির বাইরে যারা যাবে তাদের জন্য সংগঠন এই সিদ্ধান্ত নিবে। আমরা সংগঠনের নিয়ম নীতিতে সবসময় অটল থাকবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠিন নির্দেশনা রয়েছে, কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নাম ভেঙ্গে কোথাও কোন বিশৃঙ্খলা তৈরি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে।


লিখিত বক্তব্যে পটুয়াখালী জেলা যুবদলের দপ্তর সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল নোমান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল,পটুয়াখালী জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক নৈতিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কুয়াকাটা পৌর যুবদলের ৩ জন সদস্যকে তাদের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।



আরও পড়ুন: নাগরিকদের ভোটার হওয়ার আহ্বান


লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, পটুয়াখালী জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ শিপলু খান এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোন ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করেন।


সান নিউজ/এমএইচ



আরো খবর: