শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:২২ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ২ জনের

প্রতিবেদকের নাম:
আপডেট: রবিবার, ২৮ মে, ২০২৩


কুমিল্লা, ২৮ মে – কুমিল্লার দাউদকান্দিতে মাইক্রোবাসে ট্রাকের ধাক্কায় দুইজন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

রোববার (২৮ মে) সকাল ৯টার দিকে দাউদকান্দি উপজেলার শহীদনগর এলাকায় এম এ জলিল হাইস্কুলের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৬২ বছর বয়সী মো. দুলাল এবং এবং ৬৫ বছর বয়সী আব্দুস ছাত্তার মিয়া। তাদের মধ্যে দুলাল ঘটনাস্থলেই এবং হাসপাতালে নেয়ার পথে মারা যান সাত্তার।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালে চট্টগ্রামমুখী মাইক্রোবাসকে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে দুটো বাহন সড়কের পাশে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তির জন্য পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ চলছে। দুর্ঘটনার পর ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৮ মে ২০২৩


আরো খবর: