কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে মালিহা নামের আড়াই বছর বয়সি আরো এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) উপজেলার উত্তর বড়ঘোপ গ্রামে এ পানিতে ডুবির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে উত্তর বড়ঘোপ গ্রামের বেলাল হোছাইনের মেয়ে মালিহা বাড়ির পাশে পুকুরে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মুবিন শিশুটি মৃত বলে ঘোষণা দেন।