বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪

কক্সবাজারের কুতুবদিয়া উপজলোর আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় অভিযান পরিচালনা করে ১টি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা গোলা ও ৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নেভি মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করেছে।

এতে জানানো হয়,সরকারের নির্দেশনা মোতাবেক ‘ইন এইড টু সিভিল পাওয়ার’এর আওতায় বাংলাদেশ নৌবাহিনী অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) ভোর রাতে কক্সবাজারের কুতুবদিয়া উপজলোর আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

এ সময় তল্লাশী চালিয়ে ১ টি এক নলা বন্দুক, ২ রাউন্ড তাজা গোলা ও ০৩ টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনি পদক্ষেপের জন্য কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা চলমান থাকবে


আরো খবর: