বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ০৫:২০ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কুতুবদিয়ায় নৌবাহিনীর অভিযানে দুইটি অস্ত্র উদ্ধার

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি::

কক্সবাজারের কুতুবদিয়ায় অভিযান চালিয়ে দুইটি অস্ত্র, গোলাবারদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ (মঙ্গলবার) ভোররাতে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের তাবালের চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। এসময় অভিযান চলাকালীন একটি বাড়ির পুকুর পাড়ে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় একটি একনলা বন্দুক,একটি পিস্তল, সাত রাউন্ড তাজা গোলা এবং দেশীয় তৈরী তিনটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আভিযানিক দল।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আরমান হোছাইন জানান, নৌবাহিনীর অভিযানে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রসমূহ থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জানাগেছে, বর্তমান সরকারের নির্দেশনা অনুসারে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকাসমূহে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাস নির্মূলে নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।
###


আরো খবর: