বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫৮ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শিখদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে শিখদের বিক্ষোভ


অটোয়া, ২৬ সেপ্টেম্বর – কানাডায় ভারতীয় কূটনৈতিক মিশনের বাইরে কয়েক শত শিখ বিক্ষোভ সমাবেশ করেছে। এ সময় বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিও পদদলিত করে। গতকাল সোমবার (২৫ সেপ্টেম্বর) এভাবেই খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তারা।

এক সপ্তাহ আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো পার্লামেন্টে দাঁড়িয়ে খালিস্তানপন্থী শিখ নেতা হরদীপ সিং নিজ্জার হত্যাকাণ্ডে দিল্লির জড়িত থাকার বিশ্বাসযোগ্য অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। এরপর দুই দেশের মধ্যে বড় ধরনের কূটনৈতিক সঙ্কট সৃষ্টি হয়েছে।

বিষয়টি উল্লেখ করে টরন্টোর শিখ সম্প্রদায়ের সদস্য জো হোথা বলেছেন, আমাদের পাঞ্জাবে বাড়িতে ফিরে যাওয়া নিরাপদ নয়। কানাডায়ও আমরা নিরাপদ নই।

টরন্টোর আরেক শিখ বিক্ষোভকারী হারপার গোসাল বলেন, এখন আমাদের প্রধানমন্ত্রী সংসদে সবকিছু বলেন। তাই কোনও অজুহাত নেই।

অপর এক শিখ নেতা বলেন, ভারতীয়রা সন্ত্রাসী। তারা ভ্যাঙ্কুভারে আমাদের ভাইকে হত্যা করেছে। তাই আমরা ভারতীয় কনস্যুলেটের বাইরে প্রতিবাদ করছি। অন্য প্রতিবাদকারীদের মতো তিনিও খালিস্তানের হলুদ পতাকা বহন করেছিলেন।

আল জাজিরা জানিয়েছে, মোদি সরকারের নিন্দা জানাতে এদিন টরন্টো ছাড়াও অটোয়া এবং ভ্যাঙ্কুভারেও কয়েকশ লোক জড়ো হয়েছিল।

এর মধ্যে অটোয়ায় বিক্ষোভকারী রেশমা সিং বলিনাস বলেন, আমরা জাস্টিন ট্রুডোর কাছে কৃতজ্ঞ। আমরা চাই এই কাপুরুষোচিত কর্মকাণ্ডের গভীরে পৌঁছাতে যেন কোনও প্রচেষ্টা ছাড় না দেওয়া হয়। কানাডার উচিত হবে ভবিষ্যতে নিরপরাধ মানুষ হত্যা বন্ধ করতে ভারতের ওপর চাপ প্রয়োগ করা।

সূত্র: দেশ রূপান্তর
আইএ/ ২৬ সেপ্টেম্বর ২০২৩





আরো খবর: