শিরোনাম ::
শিল্পী সংঘের নেতাদের প্রশ্ন ছুড়ে দায়িত্ব ছাড়তে বললেন বাঁধন হতাহতের সংখ্যা জানতে হাসপাতাল ও কবরস্থানে চিঠি দেবে ট্রাইব্যুনাল চলমান পোলিও টিকা কর্মসূচির মধ্যেই হামলা গাজায়, একদিনে নিহত ২৭ শেখ মুজিবের ছবিতে মন্তব্য করায় ৪ মাসের জেল, পড়াশোনা বন্ধ ২২৩ কিলোমিটার গতিতে আছড়ে পড়ল সুপার টাইফুন ‘ইয়াগি’ শিক্ষার্থীদের সঙ্গে যেসব বিষয়ে মতবিনিময় হলো প্রধান উপদেষ্টার পশ্চিমতীরে মার্কিন নারীকে গুলি করে মারল ইসরায়েলি সেনারা, ব্লিংকেনের নিন্দা সরকারি পুরস্কার ফেরত দেওয়ার হিড়িক কলকাতার শিল্পীদের মণিপুরে ভয়াবহ সংঘাত, বন্দুকযুদ্ধ-ড্রোন-রকেট হামলায় নিহত ৫ এরশাদের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন সালমান শাহ’র মা
সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৬ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কবিতা পাঠ করায় রাশিয়ায় ৭ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
কবিতা পাঠ করায় রাশিয়ায় ৭ বছরের কারাদণ্ড


কিয়েভ, ২৯ ডিসেম্বর – ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কবিতা পাঠের দায়ে এক রাশিয়ান কবিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মস্কোর একটি আদালত এ সাজা দেন।

প্রতিবেদনে জানা গেছে, আরটিওম কামারদিন নামে ওই কবি ২০২২ সালের সেপ্টেম্বরে মস্কোর রাস্তার যুদ্ধের বিপক্ষে কবিতা পাঠকালে তাকে আটক করা হয়। মূলত জাতীয় নিরাপত্তাকে লঙ্ঘন ও ঘৃণা ছড়ানোর অভিযোগে তাকে আটক করা হয়। এছাড়াও এই কবির সাথে আটক হওয়া আরও একজনকে সারে ৫ বছরের কারাদণ্ড দেয় একই আদালত। নিকোলাই ডেনেকো নামে আরেক কবিকে চলতি বছরের শুরুতে চার বছরের সাজা দেয়া হয়েছিল।

শুনানির সময়, কামারদিন স্ত্রী আলেকজান্দ্রা পোপোভা আদালতের মধ্যে এই রায়ে চিৎকার করে আদালতকে ধিক্কার জানানোর পর তাকে আদালত থেকে বের করে দেয়া হয়। এছাড়া রায়ের পর সাংবাদিকদের সাথে কথা বলা ও আদালতের বাইরে সমাবেশ করার অভিযোগে আরো কয়েকজনকে আটক করা হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুদ্ধে ৩ লাখ সেনা জমায়েতের আদেশ দেয়ার পর যুদ্ধের প্রতিবাদে এক সমাবেশে আটক ওই দুই কবি কবিতা আবৃত্তি করছিলেন। পরে পুলিশ এসে সমাবেশটি ছত্রভঙ্গ করে তাদের গ্রেপ্তার করে।

কামারদিনের বন্ধু ও তার আইনজীবীর বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, গ্রেপ্তারের সময় পুলিশ তাকে মারধর করেছে। রাশিয়া পন্থি একটি সংবাদ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় ওই কবিতা আবৃত্তির জন্য লেখক ক্ষমা চাচ্ছেন।

রাজনৈতিক ভাবে গ্রেপ্তারকৃতদের নিয়ে কাজ করা অভিডি ইনফো রাইট নামে একটি সংগঠন জানায় রাশিয়ায় যুদ্ধের বিপক্ষে কথা বলা বা প্রতিবাদ করার অভিযোগে ২০২২ সালের পর থেকে এখন পর্যন্ত ১৯ হাজার ৮৪৭ জনকে গ্রেপ্তার করেছে রাশিয়ান সরকার।

সূত্র: বাংলাদেশ জার্নাল
আইএ/ ২৯ ডিসেম্বর ২০২৩





আরো খবর: