শিরোনাম ::
লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে পালিয়ে আসার ‘নারকীয়’ অভিজ্ঞতা দ্বিতীয় চালানে ভারত থেকে এলো ২৭ হাজার টন চাল বাড়ি বাড়ি ভোটার হালনাগাদে প্রশিক্ষণ ব্যয় ১০ কোটি টাকা পেকুয়ায় জামায়াত ইসলামির দাওয়াতি প্রোগ্রাম ও পথসভা দ্রুতই ‘রোডম্যাপ’ দিয়ে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে চায় সরকার মহেশখালীতে পুলিশের অভিযানে হত্যা ও অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪  পেকুয়ায় লবণের দরপতন, স্থবিরতা অর্থনীতিতে উখিয়া হাজীরপাড়া সীরত কমিটির উদ্যোগে ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন, পুরষ্কার বিতরণ শয়তানের চক্রান্ত থেকে বাঁচার উপায় এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার সদরে আবছার, মহেশখালীতে জয়নাল ও কুতুবদিয়ায় হানিফ নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক::
আপডেট: বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে মুক্তিযোদ্ধা নুরুল আবছার, মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে মোহাম্মদ জয়নাল আবেদীন এবং কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে মোহাম্মদ হানিফ বিন কাশেম বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৮ মে) ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এই ৩টি উপজেলা পরিষদের নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। রিটার্নিং অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

কক্সবাজার সদর উপজেলা :
কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোটর সাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার ৩৪ হাজার ৯৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২৬ হাজার ৫৫ ভোট। ২ জনের ভোটের ব্যবধান ৮ হাজার ৯১৯ ভোট। নির্বাচন থেকে সরে গিয়েও দোয়াত কলম প্রতীক নিয়ে কায়সারুল হক জুয়েল পেয়েছেন ২ হাজার ১২৬ ভোট।
এছাড়া কক্সবাজার সদর উপজেলা পরিষদে ফুটবল প্রতীক নিয়ে ৩৬ হাজার ৫৪২ ভোট পেয়ে রোমেনা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীক নিয়ে চম্পা উদ্দিন পেয়েছেন ২৬ হাজার ৫১৪ ভোট। এর আগে রশিদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কক্সবাজার সদর উপজেলা পরিষদের নির্বাচনে ৮২ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ২২ হাজার ৯৯৬ জন ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ১৯ হাজার ২৯৪ জন। মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৭০২ জন। ভোট কাস্ট হয়েছে ৬৩ হাজার ৩৭৩ টি। বৈধ ভোট ৬৩ হাজার ১৫৫ টি। বাতিল হয়েছে ২১৮ টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ২৮’৪৪ ভাগ।

মহেশখালী উপজেলা :
মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে ৮৬ টি ভোট কেন্দ্রে দোয়াতকলম প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ জয়নাল আবেদীন ৭৮৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টুপি প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হাবিব উল্লাহ পেয়েছেন ৭০৭৮ ভোট। দু’জনের ভোটের ব্যবধান ৭১৮ ভোট।
মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে মটর সাইকেল প্রতীক নিয়ে মুহাম্মদ গোলাম কুদ্দুস চৌধুরী পেয়েছেন ৫৪৭ ভোট, চিংড়ি মাছ প্রতীকের আবদুল্লাহ আল নিশান পেয়েছেন ৩৭৯ ভোট এবং আনারস প্রতীক নিয়ে মোহাম্মদ শরীফ বাদশা পেয়েছেন ১৪৫ ভোট।
এছাড়া, মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে বই প্রতীক নিয়ে পুরুষ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আবু ছালেহ এবং কলস প্রতীক নিয়ে মনোয়ারা বেগম মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

মহেশখালী উপজেলা পরিষদের নির্বাচনে ৮৬ টি ভোট কেন্দ্রে মোট ২ লক্ষ ৫৭ হাজার ৪৫৮ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ১ লক্ষ ৩৭ হাজার ৮৯০ জন। মহিলা ভোটার ১ লক্ষ ১৯ হাজার ৫৬৮ জন। মহেশখালীতে ভোট কাস্ট হয়েছে ১৬০৭২ টি। বৈধ ভোট ১৬০৪৫ টি। বাতিল হয়েছে ২৭টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ৬’২৪ ভাগ।
কুতুবদিয়া উপজেলা :
কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রে ঘোড়া প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হানিফ বিন কাশেম ২৭ হাজার ৩৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আছহাব উদ্দিন আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫২২ ভোট। ২ জনের ভোটের ব্যবধান ২১ হাজার ৮৭২ ভোট। চেয়ারম্যান পদে মটর সাইকেল প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ ফরিদুল ইসলাম চৌধুরী ৩ হাজার ৭৪৬ ভোট হয়েছেন। চেয়ারম্যান পদে বিজয়ী মোহাম্মদ হানিফ বিন কাশেম অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর ভ্রাতুষ্পুত্র।

এছাড়া, কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে উড়োজাহাজ প্রতীক নিয়ে সাংবাদিক আকবর খান পুরুষ ভাইস চেয়ারম্যান এবং কলস প্রতীক নিয়ে হাসিনা আক্তার বিউটি মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৫১ হাজার ৫৬৯ জন। মহিলা ভোটার ৪৫ হাজার ৬০১ জন। কুতুদিয়ায় ভোট কাস্ট হয়েছে ৩৬৭৬২ টি। বৈধ ভোট ৩৬৬৬২ টি। বাতিল হয়েছে ১০০টি। মোট ভোটারের তুলনায় কাস্টিং ভোটের হার শতকরা ৩৭’৮৩ ভাগ।


আরো খবর: