মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার শহরে ১৮ চোরাই মোবাইলসহ চোরাকারবারি আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

কক্সবাজার শহর থেকে চোরাই মোবাইলসহ রাজু জয়নাল পাটুয়ারী নামে এক চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে ১৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়।

বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে শহরের লাইট হাউসপাড়া থেকে তাকে আটক করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন এ তথ্য জানিয়েছেন।

আটক জয়নাল পাটুয়ারী চাঁদপুর জেলার সদরের বাবুরহাট আশিকাটি এলাকার জয়নাল পাটোয়ারীর ছেলে। তিনি লাইটহাউজ পাড়ায় থাকতেন।

সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, একজন চোরাকারবারি লাইটহাউজ পাড়ার আলিফ টেলিকম নামে একটি দোকানের সামনে চোরাই মোবাইল নিয়ে অবস্থান করছে। এমন খবরে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালাতে চেষ্টা করে জয়নাল পাটোয়ারি। পরে ধাওয়া করে র‌্যাব সদস্যরা তাকে আটক করে। এসময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১৮টি মোবাইল উদ্ধার করা হয়। কিন্তু এর কোনো বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি।

আটক চোরাকারবারি র‌্যাবের কাছে স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ উপায়ে চোরাই মালামাল মজুদসহ ক্রয়-বিক্রয় করে আসছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।


আরো খবর: