কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকায় অনুমোদনবিহীন নির্মাণাধীন ভবন এবং অনুমোদিত ভবনের নকশা বহির্ভূত অংশ ভেঙে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ(কউক)।
সোমবার (২৪ জুলাই) কক্সবাজার পৌরসভার পাহাড়তলী,টেকপাড়া এবং রুমালিয়ারছড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অনুমোদনবিহীন ১টি দুইতলা, ১টি একতলা এবং নকশা বহির্ভূত নির্মাণের জন্য অনুমোদিত ১টি চারতলা ভবনসহ মোট ৩টি ভবনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং ভবনগুলোর আংশিক অংশ ভেঙে দেওয়া হয়।
এসময় ভবন মালিকদের সর্বমোট ১ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা এবং সাইটের সকল প্রকার নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুল হাসেম।
তিনি বলেন,অননুমোদিত ও নকশা বহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে কউকের অভিযান অব্যাহত থাকবে ।