শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০১:৩৪ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার বিমানবন্দরে পিস্তলসহ যাত্রী আটক

প্রতিবেদকের নাম:
আপডেট: বুধবার, ২০ অক্টোবর, ২০২১

কক্সবাজার বিমানবন্দরে পিস্তলসহ এএইচএম সেলিম নামে ৬৮ বছর বয়সী এক যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি নাঈমুল হক।

তিনি জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার থেকে ব্যাগে পিস্তল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন সেলিম। বিমানবন্দরের বহির্গমন স্ক্যানিং পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়লে পিস্তলসহ তাকে আটক করেন এপিবিএন সদস্যরা। পরবর্তীতে নিজের পিস্তলের বৈধ লাইসেন্স দেখান সেলিম।

কিন্তু তার কাছে পিস্তল আছে বিষয়টি বিমানবন্দরে ঢোকার পর কাউকে জানাননি। এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য সেলিমকে কক্সবাজার সদর থানায় পাঠানো হয়েছে।


আরো খবর: