শিরোনাম ::
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজার পৌর এলাকায় প্রস্তাবিত বিভিন্ন প্রকল্প জাইকা প্রতিনিধি দলের পরিদর্শন

প্রতিবেদকের নাম:
আপডেট: মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২

সংবাদ বিজ্ঞপ্তি :

কক্সবাজার পৌর এলাকায় প্রস্তাবিত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের জায়গা পরিদর্শন করেছেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার প্রতিনিধি দল।
সোমবার সকালে তারা এসব স্পট পরিদর্শন করেন।
এর আগে কক্সবাজার বিমানবন্দরে বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন-সহযোগী সংস্থার প্রতিনিধি দলের এই সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেয়র মুজিবুর রহমান।

পরে জাইকার অর্থায়নে কক্সবাজার পৌর এলাকায় শুরু হতে যাওয়া বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করেন প্রতিনিধি দল।
এসময় জাইকার সিনিয়র রিপ্রেজেন্টেটিভ মিউরা মারি, রিপ্রেজেন্টেটিভ হিরুকি ওয়াটানবি, সিনিয়র প্রোগ্রাম অফিসার সানজিদা হক, ইউডিসিজিপির প্রকল্প পরিচালক গোলাম মোস্তফা, উপপরিচালক মো: আবদুর রউফ ও কক্সবাজার পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা একেএম তারিকুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


আরো খবর: