সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ও জেপিটিটিসি এর উদ্যোগে কক্সবাজার জেলা কারাগারের কয়েদি মা’য়ের সাথে অবস্থানরত শিশুদের মুখে হাসি ফোটানের লক্ষ্যে ঈদ বস্ত্র প্রদান করা হয়েছে।
৯ এপ্রিল মঙ্গলবার জেলা সমাজসেবা কার্যালয়ের সম্বন্বয়ে কক্সবাজার জেলা কারাগারে জেল সুপার শাহ আলম খানের নিকট এই উপহার হস্তান্তর করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন উপ-পরিচালক (জেলা সমাজসেবা) হাসান মাসুদ, কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) সিনিয়র ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার শহিদ রুবেল।
উল্লেখ্য, সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) ইতিপূর্বে ঢাকা চট্রগ্রাম কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন করেছে। পাশাপাশি এইচআইভি এইডস সচেতনতায় ব্যাপক সচেতনতা মুলক কার্যক্রমও পরিচালনা করেছে।
এইছাড়াও প্রতিবছরের ন্যায় এইবারও কক্সবাজারে ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে স্কাস।