রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ::
কক্সবাজার পোস্ট ডটকমে আপনাকে স্বাগতম..  

কক্সবাজারে ৬ জলদস্যু আটক,অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক
আপডেট: শনিবার, ১৫ জানুয়ারি, ২০২২

বঙ্গোপসাগরের কক্সবাজার মহেশখালী চ্যানেলে অভিযান চালিয়ে ৬ জলদস্যুকে আটক করেছে র‌্যাব-১৫।

এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটককৃতদের কারো নাম ও পরিচয় জানা যায়নি।

শুক্রবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫-এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আবু সালাম চৌধুরী জানান, কয়েকদিন ধরে সমুদ্রে জলদস্যুরা তাণ্ডব চালাচ্ছিল। শুক্রবার গোপন সংবাদের ভিাত্ততে রাত সাড়ে ৯টার দিকে মহেশখালী চ্যানেলে অভিযান চালায় র‌্যাবের একটি দল।েএ সময় অস্ত্র ও গোলাবারুদসহ ৬ জলদস্যুকে আটক করা হয়।

অভিযানে কি পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে সে বিষয়ে পরে জানানো হবে বলে জাানান র‌্যাবের এ কর্মকর্তা।
রাইজিং বিডি


আরো খবর: